একদিন ডানামেলা পাখি হব
যদি হারিয়ে যাও অন্ধকার কোনো অজানা পথে, অচেনা হয়ে যাও সন্ধ্যের ঘনঘোর কোনো আঁধারে। তবে সন্ধ্যাতারার পানে চেয়ে সত্যিকারের পথ খুঁজে নিও। আকাশপানে তাকিয়ে দেখো আরেকবার—আসমানে কোনো সিতারা আছে কিনা..!
তাহলে আর দেরী করো না। এবার ফিরতি পথ ধরো। তব ফিরে যাও আপন নীড়ে। সামনের পথটি অমানিশা। তোমাকে অতলতায় ডুবিয়ে দিবে। অন্ধকারের গহব্বরে তোমাকে হারিয়ে ফেলবে। তোমার ডানা দু’টিকে ভেঙে দিবে। সে পথ ভয়ঙ্কর। একবার হারিয়ে গেলে আর তুমি নীড়ে ফিরতে পারবে না। আকাশের রুপোলি জোছনার ইশারায়, বুনো ফুলের বুনো গন্ধে, ডাহুকের ডাক শুনে, বাহুডোরে তাঁর ভালোবাসা নিয়ে, অনুতপ্তের হাওয়া গায়ে মেখে উড়ে-উড়ে এসো তোমার রবের পানে। উড়তে থাকো দ্বীনের আকাশে। এই তো… আর কয়েকটা দিন। অতঃপর… মুক্ত ও স্বাধীন
পাখির মতো ডানামেলে উড়তে থাকবে আকাশের ওপারে, তোমার রবের সৃজিত জান্নাতে।
বি:দ্র: একদিন ডানামেলা পাখি হবো বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না