ম্যাটল্যাব পরিচিতি
ম্যাটল্যাব ইঞ্জিনিয়ারিং বিষয়ের শিক্ষার্থীদের জন্য এক জরুরি হাতিয়ার। খুব জটিল আবার রুটিনধর্মী গণনার জন্য ম্যাটল্যাব ব্যবহার করা হয়। ফলে আধুনিক প্রকৌশল বিদ্যায় বিবিধ বাস্তব পরিস্থিতি যাচাই করে দেখার জন্য কিংবা জটিল সমীকরণ সিস্টেম গণনার জন্য ম্যাটল্যাবের অপরিহার্যতা অনস্বীকার্য। কাজেই আধুনিক প্রকৌশলী কিংবা ফলিত গবেষকরা ম্যাটল্যাবের গভীরতর ব্যবহার জানবে না, তা হয় না। এইজন্য প্রকৌশল শিক্ষার বুনিয়াদি কোর্স হিসেবে। ম্যাটল্যাব শেখানাে হয়। কিংবা প্রাতিষ্ঠানিকভাবে না শেখালেও আধুনিক শিক্ষার্থীরা এটা নিজেরাই শিখে নেয়। ম্যাটল্যাব শিক্ষার এই কাজটি আরিফুজ্জামানের এই বইটি খুব চমৎকারভাবেই সমাধান করেছে। সহজেই ম্যাটল্যাব সম্পর্কে একটা ভালাে সাধারণ চট জলদি জ্ঞান পাওয়া যায় এই বইটি পড়লে। আশা করব, বইটি ফলিত বিজ্ঞান এবং প্রকৌশলের ছাত্রছাত্রীরা পড়ে দেখবেন এবং গবেষণার কাজে এগিয়ে থাকবেন।
বি:দ্র: ম্যাটল্যাব পরিচিতি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না